ঘুমিয়ে রয়েছ তুমি

ঘুমিয়ে রয়েছ তুমি? চেয়ে দেখ এক বার- বেশি ক্ষণ নয়-
কয়েক মুহূর্ত শুধু তোমার সময়
নিতে চাই;
সমাধির নীচে তুমি শুয়ে আছ- তোমাকে জানাই;
যত দিন পৃথিবীতে ছিলে তুমি- উপেক্ষা করেছি আমি- দিয়েছি আঘাত;
জানাতে এসেছি সেই ভুল আজ;- অন্তহীন ভূমিকার রাত
পৃথিবীর মানুষের রাত্রি তবু; আমরণ ভালোবেসে তারে
ভারে কেটে গেছি আমি- মেয়েটি কেটেছে ক্ষুরধারে;
আলো ভালো জেনে তবু নিস্তব্ধ শাশ্বত অন্ধকারে।