গোধূলির আলোয়

গোধূলির আলোয় মাছরাঙা’র কালো ডানা
কিংবা যে-মুখ আজ আর পৃথিবীতে নেই
অনেক গভীর রাতে উঁচু-উঁচু নিঃশব্দ গাছ
লুপ্ত রাজ্যের বড়-বড় বিবর্ণ থামের মতো নক্ষত্রদের ছায়া
আমার জীবন ও মৃত্যুকে এক ক’রে দিয়েছে।

যখন সমস্ত পৃথিবী ঘুমের ঘোরে নিঃসাড়
কিংবা যে-দিন সমস্ত মানুষ মৃত
দূর দেবদারু-দ্বীপের ডালপালার ভিতর
পাখির শব্দ পাওয়া যাবে সে-দিনও
দারুচিনি-রঙের এক পাখি।

আমি চলেছি কোনও অবসানের দিকে নয়
কোনও অন্ধকারের দিকে নয়-

অনেক গভীর রাতে উঁচু-উঁচু নিঃশব্দ গাছ
লুপ্ত রাজ্যের বড়-বড় বিবর্ণ থামের মতো নক্ষত্রদের ছায়া
আমার জীবন ও মৃত্যুকে এক ক’রে দিয়েছে।