গঙ্গাসাগরের মেলা হবে

গঙ্গাসাগরের মেলা হবে বুঝি?
চার বুড়ি ব’সে আছে পিঠোপিঠি- কাছে
থুতমি’ই মেধা যেন তাহাদের- হে জীবন,
গঙ্গাসাগরের মেলা আছে

নৌকা কেরায়া হবে কাল- তবে-
দাওয়ার জ্যোৎস্নায় ব’সে ভাবছে কী তারা
তাহাদের মাথা কিছু ভাবে না ক’
ভেবে খুন হয় শুধু থুতমি-বেচারা

এ-জীবনে এই সব সম্পূর্ণতা আছে
জাল মহাসাগরের স্রোত?
দ’এর মতন হাঁটু দিয়ে এই জীবনকে প্রণিধান
থুতমি’ই অর্ণবপোত।