গভীর জ্যোৎস্না-রাতে

এই গভীর জ্যোৎস্না-রাতে
উঁচু ঝাঁকড়া কাঁঠালিচাঁপার নিচে
পায়রাদের চবুতরার নিচে
একটা চোর দাঁড়িয়ে রয়েছে
(সিঁধ কাটার জন্য- শাবল-হাতে)
পাখি চুরি করবে সে?
না, তার উদ্দেশ্য আরও ধাতব
বাতাসে উড়ে-উড়ে কাঁঠালিচাঁপার ডালপালা
ছায়ার আঙুল চালাচ্ছে তার সমস্ত অবয়বে
যেন বীণার মতন বেজে উঠছে ঐ প্রভূত মানুষ।
(সব ঘুমন্তের সকল জানালায়
রেড়ির তেল নিভিয়ে ফেলে
জ্যোৎস্নার ভিতর
সাদা কপোতের সান্নিধ্যে
সে মানুষ নয় আর)