হে মানুষ

হে মানুষ, যারা বেঁচে আছ আজ এই ভয়াবহ প্রভাতের পৃথিবীতে
তোমরা অনন্ত কাল বিবেকবিহীন ঘুমে ডুবে ছিলে
আকাশের-মতো-বড় গভীর নিশীথে
তবুও নিগূঢ় ইচ্ছা প্রাণ পেল- মহাশূন্যে- হয়তো-বা ভুল ক’রে-
এই পৃথিবীর ঘ্রাণে তোমাদের ঘুম ভেঙে দিতে
অনেক অসীম সন্ধির থেকে জেগে উঠে দেখিলে তোমরা আর বিম্বনও নও- অন্ধকার
বুঝিল সময়ক্লান্ত শৈবালেরা এত দিন রয়েছিল ক্লান্তির চেতনা হারিয়ে
একটি সুদীর্ঘ দিন এখানে জাগিতে হবে প্রেম- চিন্তা- ব্যথা নিয়ে
তবুও করিবে সেই দ্যোতনার সৎ ব্যবহার?
মানুষের জন্ম এই নিরর্থক ব’লে ধূর্ত আনন্দ রৌদ্রের কাছে ক্রমাগত জানাবে নালিশ
আবার অনন্ত এসে তোমাদের ডেকে নিতে শ্মশানের নির্জন বালিশ
প’ড়ে আছে।