হে প্রাণ

‘হে প্রাণ, তুমি কি উষ্ট্র? হে মৃত্যু, তুমি কি মরুভূমি?’
‘কোনও জাতিস্মর জীবনের জন্ম হয় না ক’
সে শুধু জলের মতো পেয়েছে জীবন
আকাশের প্রতিবিম্ব বুকে রেখে
তবু চোখহীন;- অবিকল দিকনির্ণয়নে
মানুষের ক্ষুধা, আশা, নিষ্ফলতা, মরণের মনে
জন্ম পেয়ে চির-দিন লভিতেছে কুশ-অগ্র স্বপ্নহীন নিরাবিল বস্তুবিষয়তা-‘

‘হে নদী, তুমি কি এই কথা বলো-‘
শুধাল অসংখ্য পঙ্গু কার্তিকের নিরালোকে
‘জাহ্নবী কী বৈতরণী- দেখি না তোমাকে।
অথবা মৃত্যুর শান্তি- অথবা প্রাণের জয়গান তুমি?
হে মৃত্যু, তুমি কি উষ্ট্র? হে প্রাণ, তুমি কি মরুভূমি?’