হে প্রেমিক

সময় অনেক চিহ্ন লক্ষ্য ভেঙে ফেলে;
ছুটেছে দুরন্ত অশ্বখুর;
একে-একে সকলকে নষ্ট ক’রে দেবে-
সময়ের হাতে সবই বিচ্ছিন্ন ভঙ্গুর

হয়ে যায়- জেনেছি অনেক দিন আমি।
তবুও সময় তার সকল ধ্বংসের পটভূমি
দিয়ে আচ্ছাদিত ক’রে অপ্রেম ও প্রেমকে, তবুও
দেখেছে অনাচ্ছাদিত হে প্রেমিক, তুমি।