হে হৃদয়

হে হৃদয়, এক দিন ছিলে তুমি নদী;
পারাপারহীন এক মোহনায় তরণীর ভিজে কাঠ
খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মহোদধি।
তোমার নির্জন পাল থেকে যদি মরণের জন্ম হয়,
হে তরণী,
কোনও দূর পীত পৃথিবীর বুকে ফাল্গুনিক তবে
ঝরনার জল আজও ঢালুক নীরবে;
বিশীর্ণেরা আঁজলায় ভ’রে নিক সলিলের মুক্তা আর মণি;
অন্ধকার সাগরের মরণকে নিষ্ঠা দিয়ে- ঊষালোকে মাইক্রোফোনের মতো রবে।