হে সিন্ধুশকুন

তোমার বন্ধুর মতো আসিয়াছি সমুদ্রের পারে আমি আজ
হে সিন্ধুশকুন,
আমার হৃদয় থেকে ফুরায়েছে পৃথিবীর কথা আর কাজ
হে সিন্ধুশকুন!

আমিও লেগুনে এক জন্মিয়াছি- শর-বনে জননীর কোলে
ঘন মিষ্টি মধুর মতন
সেখানে জলের রঙ শান্ত নীল- নীলাভ মশার ডানা দোলে
এই সব মৃদু সম্মোহন

সন্ধ্যায় পাহাড়ি যায় খচ্চরের পিঠে চ’ড়ে- শালের বাদামি পাতা ঝরে
ঘুণ্টি বাজে ছাগলের ভিড়ে
এই সব স্নিগ্ধ শান্তি- এক দিন পাই নি কি মনের ভিতরে
পাও নি কি সবুজ শরীরে?

তবুও ফেনার ঝড় সমুদ্রের- টারান্টেলা সঙ্গীতের রব
নারিকেল-ফুলের উল্লাস
পাহাড়- পাহাড় ঘিরে আকাশের নীল কলরব
গুচ্ছ-গুচ্ছ পুরুভুজ- ঘাস

হাওয়াই-সমুদ্রে আর আরব-সমুদ্রে দূর চীনের সাগরে
সিংহলের জল
নাচিতেছে সাদা সিন্ধুশকুনের তরে
হেলিওট্রোপের কোলাহল

তোমার বন্ধুর মতো আসিয়াছি সমুদ্রের পারে আমি আজ
হে সিন্ধুশকুন,
আমার হৃদয় থেকে ফুরায়েছে পৃথিবীর কথা আর কাজ
হে সিন্ধুশকুন!