ইস্পাতের মতো নীল নদী

শুধু এক ভীত ইস্পাতের মতো নীল নদী দেখা যায়
ঘনিষ্ঠ জলের ঘ্রাণে ঘিরে আছে
সময়ের সূত্রহীন কী-যে এক ধূসর ভূভাগ!
সময়ের আসাযাওয়াহীন এক দীর্ঘ স্তম্ভ-
সূর্যালোক সেইখানে;
আমাদের চোখ তীক্ষ্ণ হলে বোঝা যায়। জ্যোৎস্নার আলোক।
অনেক অযথা ধবল শিশু নারী
চরিতেছে শব্দহীন।