জানি,- সে-মানবাত্মা

জানি,- সে-মানবাত্মা- তবুও ঘোড়ার আস্তাবলে
শিক্ষা লাভ করেছিল- বরং নীরব থাক তার হ্রেষারবে
যে-পাখি নীলিমা থেকে প’ড়ে গেছে ইতরের স্থলে
পথ ভুলে- তাহারে নীরব হ’তে হবে
‘পৃথিবীর সব ঘোড়া এক দিন হবে পক্ষীরাজ
পৃথিবীর সব আস্তাবল হবে আকাশের নীড়-‘
এই ভেবে খোলে তারা খবরের কাগজের ভাঁজ
যেন ঢের শ্বেত সূক্ত গার্গী মৈত্রেয়ীর।