যে-মাঠে ফসল নাই

যে- মাঠে ফসল নাই চাঁদ এসে তাহার শিয়রে
দাঁড়ায়েছে,- চাঁদ, তুমি আসিয়াছ কাহাদের তরে
বাসমতী-সন্তানেরা চ’লে গেছে ঘরে

অনেক ফেনার গন্ধে পৃথিবীর পুরোনো ভাঁড়ার
ভ’রে গেছে কত বার-বার
তার পর আজ আর নাই কিছু তার!

ফুরায়েছে সব রঙ- সকল বিস্ময়
মানুষের ইচ্ছা, স্বপ্ন, গল্পের হৃদয়
তা- ও আর জাগিবার নয়

তুমি, চাঁদ, জানো না কি তাহা?-
হবে না ক’ পৃথিবীতে এক বার হয়ে গেছে যাহা
ঘুমালে সে-রাজকন্যা কোনও দিন জাগে না ক’, আহা

ঘুমায়েছে- সঙ্গে ক’রে নিয়ে গেছে পৃথিবীর ধান
আমাদের হৃদয়ের ছবি, গল্প, গান
আকাশের যাযাবর পাখিদের প্রাণ-