যেদিন ফুরাব আমি

যেদিন ফুরাব আমি পৃথিবীতে,- ঘুম থেকে জেগে উঠে ঘুমাব আবার,-
তখন হয়তো সেই আকাশের বুক থেকে শেষ রোদ লয় নি বিদায়,-
চোখ মেলে দেখিব তা;- আমার এ-শরীরের চারিপাশে সবজীর গান শোনা যায়
কান পেতে শুনিব তা;- সেদিন সবুজ দেহ,- তার ‘পরে সবুজ পাতার
ছায়া এসে পড়িয়াছে হয়তো-বা;- সেইদিন কোনও এক শাখা এসে তার
হৃদয়ের সবটুকু সচ্ছলতা নুয়ে প’ড়ে একবার আমারে জানায়
হয়তো-বা;- ঘাসের উপরে শুয়ে সেইদিন জীবনের শেষ স্বাদ পায়
এ-হৃদয়,- চোখ মেলে রুধিরের সচ্ছলতা বুঝিয়া নিতেছি শেষবার

সেইদিন;- যতদূর দেখা যায় জেগে আছে বাংলার বিস্তৃত আকাশ,
দিনের সকল শেষ রৌদ্র ল’য়ে আমার চোখের দিকে রয়েছে তাকায়ে,-
চোখ মেলে দেখি যদি;- যদি চোখ বুজে ফেলি তবু এই রহিবে আশ্বাস;
বাংলার মাঠে শুয়ে ঘুমায়েছি,- তাহার দিনের আলো লাগিয়াছে গায়ে,
তাহার সবুজ পাতা শাখা রোদ পাখি এসে শেষ ঘুম গিয়েছে পাড়ায়ে,
ফুরায়ে গিয়েছি তার নক্ষত্রের তলে,- তার ঘাসে আমি হয়ে গেছি ঘাস-।