যেখানে দিনের আলো

যেখানে দিনের আলো দ্বিরাগদর্শনযন্ত্রে মণির মতন
সেইখানে দার্শনিক ব’সে আছে অবহিত চোখে
গভীর রাত্রে চুপে ঝুঁকে যারা আত্মসচেতন
হয়ে থাকে- মোমের বা মনের আলোকে
তাহাদের হৃদয়ের সাথে সেতু তার।
পৃথিবীর দূর দ্রুতগতি সব ছাগলের খুর
কখন ফসল আর ছড়াবে না, জাদুকর
কোথায় রয়েছে আরও দ্রুতগতি চমরি-অসুর
আমাদের সকলের ধাবমান রক্তের প্রতিভা
ভুল ব’লে মনে হবে? কবে তিরস্করণী সমাজ
এই শেষ মানুষের মাংসের নাশপাতি-আভা
শূন্যকে ফিরায়ে দেবে- তার পর উড্ডীন আওয়াজ
নাকের ভিতর থেকে রাসভের টুপি-আঁটা সপ্ত ঘুমন্তের
কোথাও র’বে না আর- হলেও পাবে না কেউ টের।