যেখানে মনীষী

যেখানে মনীষী তার মোম নিয়ে ব’সে আছে রাত্রির ভিতরে
মাথার একটি চুলও হ’য়ে আছে লোহার পিণ্ডের মতো ভারি
মনপবনের হাতে চাপ খেয়ে
সকল পাহাড় নদী ডিঙিয়ে এখন তাড়াতাড়ি
সেইখানে চ’লে এসো- কাঁচের গেলাসে তার- জলের ভিতরে
যখনই সে দিতে যাবে নির্জন চুমুক
যেন তার সব চিন্তা- সব ক্লান্তি- সৃষ্টির প্রয়াস
হঠাৎ দেখতে পায় প্রমত্ত কুকুরদের মুখ।

আমরা শুনেছি তার কাঁধে এই পৃথিবীর ভার
সর্বদাই তার মনে জন্ম নিতে চায়
নতুন সমাজ, চিন্তা, কবিতা, প্রসাদ।
সম্মুখীন বিষয়ের মাঝখানে গিয়ে সে দাঁড়ায়
সর্বদাই অসমাপ্ত কর্তব্যের স্তূপে।
তবুও অমূল্য:- জল। যদিও জলের মতো দর!
চ’লে এসো- মনীষীকে গেলাসের ভিতরে দেখাই
মত্ত কুকুরের মতো আমাদের দাঁতের রগড়।