যেখানে সারঙ্গ বাজে

যেখানে সারঙ্গ বাজে গোপনীয় জলের ভিতরে
ভাঙা এক প্রাণীহীন জ্যোৎস্নার দেশে
সাদা ঘোড়া ম’রে গেলে দূর সাদা ঘোটকীর সাথে
তাহার মিলন সেই দ্বীপ-নিরুদ্দেশে

সেইখানে উঁচু-উঁচু গাছ থেকে পাতা ঝরে- থেমে থাকে ঘাসের উপরে
থেমে থাকে চির-দিন;- ঘনিষ্ঠ চাঁদের মুখ ঝাউয়ের জানালা থেকে ঝুঁকে
নিজের জ্যোৎস্নার দিকে চেয়ে থাকে শব্দহীন গোধিকার মতো
চির-কাল;- আমরা বালিশ রেখে অমাংসল বিষণ্ণ চিবুকে

যখন বিজড় থাকি পৃথিবীতে;- বিম্বিতেছে গোপনীয় জলে
ঝাউয়ে ঘেরা বাগানের জ্যোৎস্নার দেশে
সাদা ঘোড়া ম’রে গেলে যেন সাদা ঘোটকীর সাথে
তাহার মিলন হয় দ্বীপ-নিরুদ্দেশে।