জীবনের মানে ভালো

এখানে ঘাসের কোলে শুয়ে আছি- পাশে নদী নদীতে স্টিমার;
এ-দিকে বাবলার সারি বহু দূর চ’লে গেছে- দূর-
আরো দূর আজ ভোরে ঝাউবনে মনে হয়েছিলো, মন মৃত্যু অমৃত্যুর
সীমার বাইরে এক অফুরন্ত সূর্যের ঋতুর।

এখন বিকেলবেলা লাল নীল আলো জ্বেলে ঝাপসা স্টিমার
কোথায় দিগন্তে যায়- কোন্ যাত্রী সঙ্গে আছে তার-
কারো আছে জানি নাকো; কিন্তু তবু দূর থেকে শান্ত স্নিগ্ধতার
কেমন নরম ছবি, ভেসে ওঠে সন্ধ্যার আঁধারে;
মুছে যায় কুয়াশার পারে দূর ছ’-সাতটি নক্ষত্রের পানে;
শঙখচিল মাদারের ডালে ব’সে টের পায় শিশিরের ঘাণে
জীবনের মানে ভালো: আরো ভালো জীবন-ও-মৃত্যুর মানে।

[কবিতা। আশ্বিন ১৩৬৩]