যদি রাত হত

যদি রাত হত শুধু উঁচু-উঁচু তরুদের ছায়া আর ঘ্রাণ
আমার হৃদয়ে ইচ্ছা হত যদি পৃথিবীর ঘাসের সমান

অনেক সবুজ ঘাস উঁচু-উঁচু তরুদের ছায়াদের তলে
যত দিন এ-পৃথিবী পাখি আর নক্ষত্রের মুখে কথা বলে

যত দিন পাতা ঝরে- ছাগলেরা খেলা করে- পেঁচা এসে বসে
জামিরের অন্ধকারে শিশিরে ধূসর ডানা ঘষে

যত দিন সুন্দরী’র বনে বাঘ- মশা আর জ্যোৎস্নার রাতে-
বাঘিনি’র শ্রেষ্ঠ মুখ দেখে লয়- শুয়ে আছে শরের শয্যাতে

পৃথিবীর সেই এক কন্যা শুধু স্বর্গের রঙিন সুতা চায়
হে হৃদয়, ঘাস হয়ে শুয়ে থাকো উঁচু-উঁচু গাছের ছায়ায়।