যদিও বিগত কাল

যদিও বিগত কাল বহু দিন দিয়ে গেছে শাণিত প্রহরা
নতুন সৌকর্যে তবু পৌঁছে যাবে এক দিন আমাদের বংশপরম্পরা
হয়তো-বা নাড়িনক্ষত্রের থেকে কেউ পেয়েছে যে-প্রীতি
মোম, রৌদ্র, মৌমাছি, প্রতিভার তরে
ভিত্তিহীন। ব্যাপারি শেয়াল এক মাংস খাবে এইখানে নিজের বিবরে
আমরাও অবলুপ্ত হয়ে র’ব

আমাদের এই ঘরে যে-দিন জমেছে এক মহার্ঘ যোটক
ভাঁড় আর বিমূঢ়ের- তখন মক্ষিকা সব হবে পলাতক
আমাদের এই আলিসায় আর বাঁধিবে না বাসা
নদীর নিকটে আখখেতে সব ধূসর ইঁদুর
দুপুরের রৌদ্রে ব’সে হজম করিবে এক বিখ্যাত নিরাশা
নীলিমার ঝিল্লিরা চ’লে যাবে নীলাভ রেখার পারে দূর- আরও দূর।

(তার ভাবী বংশপরম্পরার কথা স্মরণ ক’রে)