যখন ছিলাম ছোট

যখন ছিলাম ছোট
তখন ছিলাম শিশু ঢের
তবুও তখন থেকে
কী যেন পেয়েছি আমি টের

হঠাৎ গিয়েছে ভেঙে ঘোর
বেতের শব্দ শুনে, আহা
টেবিলে টিচার তবু…
বোঝে নি বোঝে নি কিছু তাহা

ছেলেরা বোঝে নি কিছু
গিয়েছে খেলার মাঠে চ’লে
আমার হৃদয় ধ’রে শুধু
কে যেন কোথায় গেছে চ’লে

সোনালি পিঁয়াজি মেঘে-মেঘে
বেগুনি রঙের দেশে-দেশে
যেখানে আকাশ শুধু
আকাশে-আকাশে গিয়ে মেশে

যেখানে নদীর জল
গোলাপী- ধূসর যেন- চুপ;
সেখানে মানুষ নাই- তাই
লুকায়ে রয়েছে সব রূপ

তখন ছিলাম ছোট
তখন ছিলাম শিশু ঢের
তবুও তখন থেকে
এ-সব পেয়েছি আমি টের

হঠাৎ গিয়েছে ভেঙে ঘোর
বেতের শব্দ শুনে, আহা
টেবিলে টিচার তবু
বোঝে নি বোঝে নি কিছু তাহা।