যক্ষ ও সূর্য

কোথাও ভোরের সূর্য পায়রা’র ভিড়
জ্বলন্ত গিনি’র মতো- দেখে পৃথিবীর
নিচে যেই রসাতল আছে
যক্ষ থেমে গেল তার জানালার কাছে
কোথাও ভোরের সূর্যে পায়রা’র দেশ
করেছে কি সূর্যে প্রবেশ
আবার তো বার হয়ে আসে
যক্ষের জাদুর বাতাসে
একটি দেদীপ্যমান পাখি ঘুরে ঘাসে প’ড়ে আছে
দ্বিতীয়টি বিধবার মতো তার কাছে
তৃতীয়ের সাথে ম’রে গিয়ে
নভোনীলিমার দেশ বিদেশ ফুরিয়ে
প’ড়ে আছে আবিষ্ট সরল
অধমর্ণের মতো অবিকল
সূর্য আর যক্ষের দু’টো তরোয়াল আড়া-আড়ি
চলেছে, মরেছে ঢের যুগ, দেশ, পাখি, প্রেম, নারী।