জমি উপড়ায়ে ফেলে

জমি উপড়ায়ে ফেলে অন্ধকারে চ’লে গেছে চাষা
ঘাসের মাটির গন্ধ চারিদিকে- বীজের আঘ্রাণ
আমার হৃদয়ে আজ অঙ্কুরের জেগেছে পিপাসা
এই সুস্থ মাঠে শুয়ে হবো আমি হেমন্তের ধান
এক দিন!

আমি সব ছেড়ে দিয়ে এই স্তব্ধ জঙ্গলের পাশে
হাড়ের মতন সাদা চাঁদের মুখের দিকে চেয়ে
দুলে দুলে স্বপ্ন শুধু দেখে যাব শীতের বাতাসে
এই সুস্থ মাঠে এসে ধানের মতন প্রাণ পেয়ে
এক দিন!

শরীর উঠিবে ভ’রে এই মেঠো ইঁদুরের ঘ্রাণে
পেঁচার পাখার গন্ধে- পালকের- রোমের বাতাসে
আমি আর যাব না ক’ কোনও এলডোরেডোর পানে
হেমন্তের ধান হয়ে রব স্তব্ধ জঙ্গলের পাশে
এক দিন!