জন্মতারকা

মাথার ওপর দিয়ে ভেসে যায় চিল-
ঘুরুনো ডানার ওপরে বড়ো নীল
সমস্ত আকাশ,
আমার পায়ের নীচে পৃথিবীর ঘাস।

আমার চোখের পথে অনন্ত রোদ্দুর
মনে হয় যেন সময়ের অশ্বখুর-
হারিয়ে ফেলেছে তার সব ক’টি নাল,
হয়ে আছে অসীম সকাল।

আমার বুকের কাছে নদী
ছোটো ছিল কবে যেন, এখন এয়োতি
মহিলার মতো কালো ছল ভরা জলে
সময় ও প্রাণসাগরের কথা বলে।

পেছনে শূন্যে- কোনও শব্দহীন দেশে
ছিলাম আঁধারে শুয়ে জন্মতারকার কোল ঘেঁষে।
এই পৃথিবীর আলো প্রেম চিহ্ন চেনা মুখ কাকে
চেয়ে সূর্যে জেগে চাই না ক’ আর মৃত্যুতারকাকে।

কল্পনা । সাহিত্য । ভাদ্র ১৩৬১