জননী

হে অগাধ সন্তানের জননী, হে জীবন,
হে অসীম নক্ষত্রের মাতা,
তোমার ইশারায় অনন্ত সমতল- ঘাসে সবুজ হয়ে ওঠে,
সোনালি চিনির ঢেউয়ে নিরবচ্ছিন্ন খেত হয়ে ওঠে মিষ্টি।
নীহারিকা মিত্র চোখ বুজে ফুরিয়ে গেল- তুমি কোথায় ছিলে মাতা!
আজও তুমি মাছরাঙা ওড়াচ্ছ- স্ফটিকের মতো আলো বুনছ-
হিজল-জামের জানালায় সবুজ বাতাসকে চিলের ডানার মতো উড়িয়ে ঘুরছ-
বিরাট ফলন্ত ভূখণ্ডের মতো সূর্যকে লক্ষ বন্দরের কোলাহলে
প্রতি প্রভাতে অভিনন্দিত ক’রে হাসছ তুমি,
হাসছ তুমি জননী,
তুমি জেগে থাকতে নীহারিকা মিত্র কী ক’রে হারিয়ে গেল জননী,
কী ক’রে হারিয়ে গেল?