যত বার প্রশ্ন আমি করিলাম

যত বার প্রশ্ন আমি করিলাম- দিলে তুমি স্নিগ্ধ প্রত্যুত্তর
আধো-ঘুম চোখে যেন নক্ষত্রেরা চুরি ক’রে নেমে চুমো খায়
সাদা-সাদা পাখি যেন আশ্বিনের মূঢ় জ্যোৎস্নায়
উড়িতেছে; ঘাস যেন ভালোবেসে ঘুমাতেছে মৃত্তিকার ‘পর

পৃথিবীর পিস্টনের শব্দে তুমি রুদ্ধ হয়ে- লুকায়েছ এখন কোথায়
চারি-দিকে রৌদ্র, ক্লেদ- মানুষের কলরব,- এঞ্জিনের গতি
‘একটি পয়সা দাও’ বলে এক কালো মেয়ে: বিমর্ষ চুলের অব্যাহতি
বাকি সব: এই-ছিল-এই-নাই মুরগির রক্তে হিঁচড়ায়।