যুবা অই

যুবা অই
অইখানে অন্ধকারে নিচে
হাওয়ার ভেতর যেন জোনাকির মতন মিশছে
জাগছে জ্বলছে নিভছে তার প্রাণ

সমস্ত ছড়ানো প্রশ্ন এই পৃথিবীর
কুড়িয়ে সে আজ এত স্থির
শয্যা হল:
ঘাস, মাটি, রাত্রি, পৃথিবীর

যত দিন নিঃশব্দে রয়েছি আমি- সেই সব দিন আর রাত্রির স্তূপ
যত দিন নিঃশব্দে রইব আমি- সব-
(সেই সব)
সোনার ধানের মতো বুকে নিয়ে
এ-মাটির মতো যে নীরব।