যুদ্ধ আছে
তবু যুদ্ধের রোল ক্রমেই নির্বল হয়ে পড়ে
মানব নিস্তেজ হয়ে আসে।
আজ এই অন্ধকার রাতে-
অথবা আকাশে চাঁদ আছে-
চাঁদের মতন শাদা মেঘের গভীরে
একটা কি দু’টো বমারের চোখ
কোনও এক সমুদ্রের পানে
ডকের উদ্দেশ্যে ধীরে- ঘটাচ্ছন্ন বন্দরের দিকে
চলেছে রাত্রির যুগমানবিক যাত্রীর মতন
ঢের নীচে আতুরের অনাথের ঘুম
মাঝে মাঝে জেগে উঠে টের পায় হয়তো পুষ্পক এলুমিনিয়ম
আকাশের জনমনোহীন
অনন্তের পথ ধ’রে কোথায় চলেছে।
যখন সকলি ঘুম
যখন সকলি মৃত্যু
যখন সকলি মাটি
১৩২৫ থেকে পথডাশের নিরর্থ বাংলায়
মহান নীলিমা ঘেঁষে যা কিছু গতির মতো চলে
মনে হয় প্রগতির মতো যেন
কোথাও নরক আছে- ধ্বংস ক’রে দেবে।