কারখানার গর্ত থেকে ফিরে এসে

কারখানার গর্ত থেকে ফিরে এসে কেউ
ধাঁধায় বিফল হয়ে চেয়ে থাকে ঘাসে
(সহসা ঘাসের ভিড়ে মনে করে এসেছে প্রবাসে)
মেশিনের ক্রোধ থেকে নয়- তার নিজের নিয়মে
পশ্চিম রঙিন হ’য়ে আসে
ফ্যাক্টরির গর্ত থেকে ফিরে এসে দেখে
এক শতাব্দীর আয়ুকাল
ফুরায়ে গিয়াছে- তবু- আকাশের পথে নীলিমা বিশাল
তবুও রুধির প্রেম র’য়ে গেছে দোয়েলের- জনমানবের
হৃদয়েও প্রেম আছে- অপরাহ্নের পাখি মাটি খুঁড়ে কীট খেয়ে ফেলে
মিশে যায় অনাদির আদিম দোয়েলে।