কারণ তাহার ঠ্যাং

কারণ তাহার ঠ্যাং হয়েছে নিশ্চল
মাথাগুনতিতে আলু- ডিম মাথা গুনে
যদিও সময়মুণ্ড ছোটে অবিকল
মুদ্রার ভিতর থেকে ব্যারেজ-বেলুনে
যদিও মনীষী- গাধা- পৃথিবীর কল
এন্তেমাল হয়ে আসে নিয়মিত নুনে।

কিন্তু তবু বিষয়ীরা ভোট দিতে যায়
হৃদয়ের ‘পরে হাত রেখে সমর্থক
এক জন- আধ জন- হয় যদি বেশি নিরাশায়
তা হলে সময় তাকে সব-চেয়ে বেশি অকপট
মনে ক’রে আপনার সম্মানীয়তায়
তাহার টেবিলে রাখে ভোটের ব্যালট

সমূহ সময় আজ ছড়ায়ে রেখেছে তার জাল
প্রেমিক ও মূর্খ আর মনীষীর তরে
লন্ডন গড়ে অসুরবানিপাল
পিরামিড ভাঙে আর গড়ে
অকৃত্রিম ভাবে তুমি- আমি- দুই জনে- ঢের দিন
দেখি অভিনব কালের ভিতরে।