কাস্তের মতো বাঁকা চাঁদ

কাস্তের মতো বাঁকা চাঁদ
বঙ্গোপসাগরের কালো বাতাসের কোলাহলকে
কেটে ফেলতে পারল না আর
পাহাড়ের মতো কালো নীল মেঘের শিঙে গুঁড়ো হয়ে
নক্ষত্রের ঝর্ণার মতো ঝ’রে পড়ল
মৌসুমী সমুদ্রের জমকালো আনন্দের ভিতর
এক মুহূর্তের শৈশব সৃষ্টি করল সে
তার পর ডুবে গেল কোথায়
আমার প্রেম সাহস স্বপ্নের সমারুঢ় কাস্তে- চাঁদ
ইতিহাসের হু-হু হু-হু অন্ধকারের মুখে দাঁড়িয়ে।

(কোনও এক নারীকে, যে আমাকে আ-ইতিহাস প্রবাহের ভিতর দেখতে চায়)