কে এসে যেন

কে এসে যেন অন্ধকারে জ্বালিয়ে দিলো বাতি,
বললে, ‘আমার অপার আকাশবলয় থেকে স্বাতী
তোমার ঘরে এসেছে আজ নেমে;
তবুও দূরে স’রে গিয়ে তুমি
হারিয়ে যেতে চাও কি আত্মপ্রশ্নে ঘুরে-ফিরে?
অথবা জনগণসেবার ভিতরে শিশিরে
লুপ্ত ক’রে দেবে কি জ্ঞানকামীর মরুভূমি?
সবের ওপর সত্য আগুন- অমেয় মোম শুধু,
আর সকলই শূন্য আশা, অন্ধ অনুমিতির মতন ধু-ধু।’

শতভিষা। শরৎ ১৩৬০