কেন মিছে নক্ষত্ররা

কেন মিছে নক্ষত্রেরা আসে আর? কেন মিছে জেগে ওঠে নীলাভ আকাশ?
কেন চাঁদ ভেসে ওঠে: সোনার ময়ুরপঙ্ক্ষী অশ্বত্থের শাখার পিছনে?
কেন ধুলো সোঁদা গন্ধে ভ’রে ওঠে শিশিরের চুমো খেয়ে-
গুচ্ছে গুচ্ছে ফুটে অঠে কাশ?
খঞ্জনারা কেন নাচে? বুলবুলি দুর্গাটুনটুনি কেন ওড়াউড়ি করে বনে বনে?
আমরা যে কমিশন নিয়ে ব্যস্ত-ঘাটি বাঁধি-ভালোবাসি নগর ও বন্দরের শ্বাস
ঘাস যে বুটের নীচে ঘাস শুধু-আর কিছু নয় আহা-
মোটর যে সবচেয়ে বড় এই মানবজীবনে
খঞ্জনারা নাচে কেন তবে আর-ফিঙা বুলবুলি কেন ওড়াউড়ি করে বনে বনে?