কিন্তু তবুও তার পর

কিন্তু তবুও তার পর মনে হয় এই ঘুমের প্রয়োজন আছে
প্রয়োজন আছে এই শান্তির
পাহাড়ের ধাতুকঠিন অবিরাম সন্ধি ঘিরে হিম ঝটিকার মতো
সমুদ্রের বিহ্বল উষ্ণ বাতাসের মতো
জীবন ঘুরে বেড়িয়েছে অনেক দিন;

কিন্তু নারীর মুখের রূপের স্পর্শে
জীবন আবার পাহাড়ের হাওয়ার মতো চঞ্চল সংক্ষুব্ধ হয়ে ওঠে
কিংবা বন্দী হয় গিয়ে সমুদ্রের কারাগারে
আকাশের সব-চেয়ে শেষ নক্ষত্র
আরও দূর নক্ষত্রের দিকে হাত বাড়িয়ে দেয়

সোনালি জালের সুতোর মতো;
আমার হৃদয়ের পিপাসার রূপের উপর দিয়ে
নক্ষত্রেরা তাদের পাণ্ডুলিপি সৃষ্টি ক’রে চলেছে
তাদের অবিরাম বর্তমানতা ও গুঞ্জন আমাকে ক্লান্ত করে
নির্জন ঘাসের ভিতর একটি মৃত পাখিকে দেখে
অন্ধকারের নিবিড় আশ্চর্য রূপ দেখি আমি

আমার হৃদয়ের সমস্ত উদ্যম পিপাসা ও স্বপ্নের শরীরে
ঘাসের মতন অঙ্কুর ফুটে উঠেছে বুঝতে পারি,
ফুটে উঠেছে অন্ধকারের মতো অঙ্কুর…

এক দিন সেই অন্ধকারের কোনও জানালা খুঁজে পাবে না নক্ষত্রেরা;

হে নক্ষত্রের মতো নারী, সেই অন্ধকারের কোনও দরজা খুঁজে পাবে না এক দিন।