কখনও আকাশে

কখনও আকাশে
উড়িবে না আর
এইখানে ঘাসে
শেষ হয়ে গিয়েছে তোমার
জীবনের আলো হাসি কান্না ক্ষোভ শরীরের ক্ষুধা ব্যবহার।

আর তুমি দেখিবে না রোদ
দেখিবে না চাঁদ
শেষ হয়ে গিয়েছে আমোদ
জীবনের ফাঁদ
ছিঁড়ে গেছে; আর তুমি দেখিবে না রোদ বৃষ্টি অন্ধকার চাঁদ।

জীবন কি ব্যবহার?
অপব্যবহার?
জানিবে না আর
জানিবে না আর
জীবন কি ব্যথা অশ্রু? প্রেম আর আকাঙ্ক্ষার মধু ক্ষুরধার?

আমরা জানি সব, আহা,
তুমি মৃত পাখি
জানিবে না তাহা
তুমি অন্ধ, ফাঁকি
তুমি হিম, তুমি শূন্য, অন্ধকার, দুর্গন্ধ, একাকী-

আজ যারা সহৃদয়
তোমারে করিবে কাল ঘৃণা
পচা হাড় পচা মাংসময়
ঘুঘু-পাখি বিনা
তাহারা চালাতে চায় দিন-রাত- পেতে চায় আলো হাওয়া আকাশের সুন্দর দক্ষিণা।

তাহারা রচিবে ঘর;
জন্ম দেবে; শরীরের সাধ
মেটাবে; তবুও তারা স্বপ্নের ভিতর
খুঁজিবে আস্বাদ
মৃত্যুরে চেনে নি তারা; তাহাদের তরে রোদ বৃষ্টি গান ভালোবাসা দুঃখ অশ্রু জীবনের মিষ্টি অবসাদ

তুমি হিম, অন্ধকার
অম্ল ক্ষার মৃত
কেউ মনে রাখিবে না আর
আজই তুমি হতেছ বিস্মৃত
সুন্দর ভীষণ কোন সিংহ হাসে: মেঘে-মেঘে ইন্দ্রধনু হতেছে মৃগের মতো ভীত।