কোনও এক বিশ্বাসীকে

আমিও অনেক দিন ভেবে গেছি আলো অন্ধকারে
আমার জাতির তরে লিখে যাব দু’-চারটে কথা
যাহার ভিতরে জ্ঞান সে-রকম পরিশুদ্ধ নয়
রয়েছে জ্ঞানের সরলতা

কোনও এক মানুষিকে- ভালোবেসে- ভুলে
শতাব্দীর গোলমালে- তার পর- পড়েছে স্মরণে
কোথাও দেখেছি যেন কোনও এক মানবকে আমি
সারা-দিন ভ্রূকুটিল মুখ ক’রে মনে

প’ড়ে যায় তবে তাকে- হেমন্তের সকালবেলায়
যেন আমি কবেকার মৃত কুকুরকে ডেকে দিই যদি শিস
তবে সেই কুকুরের পিছে তার মনিবের মতো আজ সময়ের পথে
আমিও মৃত্যুর জীব; পৃথিবীর প্রাণের জিনিস

সাদা সাধারণ কোট গায়ে দিয়ে জীবন চাকায় ঘুরে চলে
কেবলই ঘড়ির শব্দে ব’লে যায় ঠিক- ঠিক- ঠিকই-
যত বলি আমি তাকে ভুল- ভুল- ভুল
তার গুণে ম্যামথ হয়েছে টিকটিকি

তবুও সে প্রেতচ্ছায়া দেখে এক-চুল
পায় না ক’ ভয়
সমাজকে গ’ড়ে- ভেঙ্গে- পুনরায় গ’ড়ে
তবু তার আস্থাবান মনের বিনয়।