কোনও এক বয়স্কা রূপসির প্রতি

ধূসর হয়েছে মাংস- সঙ্গহীন- এর পর আসিবে মরণ
যেন এই পৃথিবীতে বিকেলের অই পারে নক্ষত্রবরণ
আর কেউ কোনও দিন দেখে নাই- তেমনই কী-এক যেন উঁচু নির্জনতা
হৃদয়ে তোমার;- বিবর্ণ মিনার যেন ঢের রাতে কহিবার কথা
খুঁজে পায়- জ্যোতিষের অঙ্কে মৃত নক্ষত্রের ভিড়ে;
তাহার বিবর থেকে বাদুড়েরা উড়ে গেছে অরণ্যের তীরে
পাথর গিয়েছে খ’সে মৃত্তিকায়- তাহার মুখের ছবি চুরি ক’রে-ক’রে
সময়ের আবর্তন মুগ্ধ হয়ে ঘুরিছে নীরবে
সেতুর ও-পারে কোন- কেতুর ছায়ায় কোন বলো
হে হৃদয়, মৃত বাদুড়ের সাথে সেই দূর দ্বীপে চলো।