কোনও-এক জ্যোৎস্না রাতে

শূন্য রূঢ় অসুন্দর: কতবার ঘুরে ফিরে দেখিতেছি তাহাদের পৃথিবীর পথে:
দিনরাত ও বস্তিটা… গলায় বুঝিছে দড়ি তরুণীর…
জ্যোৎস্নার স্নিগ্ধতায় বার-বার গুলির আওয়াজ;
ইচ্ছা হয় কোনো দূর প্রান্তরের কোলে গিয়ে শ্যামাপোকাদের ভিড়ে-
কাশমাখা সবুজ শরতে
ব’সে থাকি; আবার নতুন ক’রে গড়ি সব; আবার নতুন ক’রে গড়ো তুমি;
বিধাতা, তোমার কাজ সাঙ্গ হয় নাই;
মানুষ ঘুমায়ে থাক- এ-সুন্দর পৃথিবীতে বেঁচে থাক
কাঁচপোকা মাছরাঙা পানকৌড়ি দয়েল চড়াই
একদিন হবে নাকি তাই?
বিধাতা, তোমার কাজ সাঙ্গ হয় নাই।

[কবিতা মেলা স্মারক গ্রন্থ। ভাদ্র ১৩৬৬]