কোনও এক পাহাড়ের দেশে

কোনও এক পাহাড়ের দেশে দেখলাম
বালি ও পাথরের ভিতর একটা কাঁটা-গাছ জন্মেছে
ফুটেছে হলুদ সোনালি ফুলের বিন্দু
নীড় নেই, ডিম নেই, কাকলি নেই, ঘাস নেই (কোথাও)
বালি ও পাথরের কঙ্কালের ভিতর জলের ধারার কোনও নির্জন আঙুলও নেই
বাতাস সেখানে তার হৃদয় হারিয়ে ফেলেছে
এই নিরন্তর বাদামি অশ্রুর দেশে
হলুদ সোনালি সাহসে ফুটেছে ফুল
গাধা, খচ্চর, মানুষ তাকে মাড়িয়ে চ’লে যায়
পৃথিবীর একাকী হৃদয়ের জন্য এই এক গভীর ছবি।