কর্কটের মতো এক রোগ

কর্কটের মতো এক রোগ এসে ক্রমে-ক্রমে করে আক্রমণ
পৃথিবীতে রেডিয়াম বেশি নাই
(যাহাদের কাছে আছে তারাও বিরল)
চিন্তা-আলোকিত এক হৃদয়ের তটে এস
জীবনের হেমন্ত রাত্রির অন্ধকারে;
শিশিরে বনের ঘাসে ধুয়ে নিয়ে নাগরিক মন
এখানে ঈশ্বর তার ল্যাম্প জ্বালে?-
জৈমিনি-প্লেটো’র তরে ঈশ্বর
ল্যাম্প শুধু আমাদের তরে?
রাত্রির হলুদ হাসি খানসামা মেথরের গলি থেকে চোলাই হতেছে ক্রমে-
আলো শুধু আমাদের তরে
আবার চোলাই হয়ে হারাবে কি মুটে আর গণিকার গলির ভিতরে?