কোথাও পশ্চিম তবু

কোথাও পশ্চিম তবু পূর্বে মিশে আছে
ভেবে আমি রাতের আঁধার
সে-যুগের মৃত তরবারে
যাত্রা ভুল হয়ে যায় পাছে
জেনে নিয়ে অসূয়ার আদি-অবতার
যেইখানে সৃষ্টি ক’রে রেখে গেছে পথ
তাহার ভিতরে নানা মনোভাবে চ’লে
যখন ভুলেছি সদসৎ
অবিরাম চলার আবেগে
তখন তাকায়ে দেখি ব্যাঘ্র তার মুখ নিয়ে বেগে
ভাঁড়ামিতে প্রতুল শেয়াল
রিরংসায় আগুন বেড়াল
চারি-দিকে চ’লে যায় আসে
সিংহ মেষ যে যার বাতাসে
অনন্তের ব্যবধান নিয়ে
পরস্পরের দিকে ঘনাতেছে মেষ করুণায়
সিংহ’র চরিত্র অসংযমে
ঘনাতেছে। ঘনায়ে আবার তবু দূরে স’রে যায়
বৃহতের বড়ো অসূয়ার পথে তারা সব-
আমার আশঙ্কা প্রেম করুণার ছেলেখেলা প্রভাতের পানে
তুলে দিয়ে অন্তহীন অন্ধকারে সিঁড়ির মতন
মিশে যায় অন্য এক সূর্যের সোপানে।