কোথাও রয়েছে কিছু অনন্য প্রত্যাশা
তবুও হাঁসের ভিড়ে একা এক বক
আজ এই প্রকৃতির বসন্তের দিনে
(হৃদয়ই তো বেদনাজনক)
প’ড়ে আছে বিংশ শতক।
কোথাও রয়েছে কিছু অনন্য প্রত্যাশা
তবুও হাঁসের ভিড়ে একা এক বক
আজ এই প্রকৃতির বসন্তের দিনে
(হৃদয়ই তো বেদনাজনক)
প’ড়ে আছে বিংশ শতক।