কোথাও শান্তির কথা নেই

কোথাও শান্তির কথা নেই তার, বিপ্লবও নেই
একদিন মৃত্যু হবে, জন্ম হয়েছে
সূর্য উদয়ের সাথে এসেছিল ক্ষেতে
সূর্যাস্তের সাথে চ’লে গেছে
আবার সূর্য উঠবে জেগে স্থির হ’য়ে ঘুমায়ে রয়েছে
আজ রাতে শিশিরের জল
প্রাগৈতিহাসিক স্মৃতি নিয়ে খেলা করে
কৃষকের বিবর্ণ লাঙ্গল
ফালে উপড়ানো সব অন্ধকার ঢিবি

(তারপর দাগে কাটা ইজারার জমি)
পোয়াটাক মাইনের মতন জগৎ
সারাদিন অন্তহীন কাজ ক’রে হেমন্তের মাঠে
প’ড়ে আছে বিলুপ্ত ম্যামথ।