কোথাও তোমার সাথে

কোথাও তোমার সাথে র’ব আমি
যেখানে প্রভাত দিকহস্তীদের সুরে
আশ্চর্য উদ্ৰিক্ত হয়ে জেগে ওঠে
মনে হয় ঘুম ভেঙে গিয়েছে দুপুরে!

সারা-রাত ঘুমায়েছি জানালায়- আকাশের পাশে
মড়ার মুখের ‘পরে সাদা এক কাপড়ের মতো
জনরবহীন দেশে গোধূমের ফুলের মতন
যখন এ-পৃথিবীর হৃদয়ের বাতাস ফলত

যখন জ্যোৎস্নার রেখা সিংহদুয়ারের মতো উঠে
যাহারা গড়ায়ে চলে সেই সব ঝিনুকের ছায়ার নিকটে
একাকী দাঁড়ায়ে থাকে- লেগে থাকে দূর সমুদ্রের
জল খুলে মৃত জাহাজের গুনচটে

তার পর জেগে উঠে- দুপুরের অক্লান্ত নগরে
গাঢ় সাদা মেঘ শিককাবাবের ঘ্রাণে
কোথায় রয়েছি আমি- কোথায়-বা তুমি
ম্যাস্টোডোন, লক্ষ যুগ-যুগান্তর কি জানে!