কোথায় এত আবেগের জন্ম

কোথায় এত আবেগের জন্ম হল?-
বৈশাখের দুপুরে ঘুমিয়েছিলাম
কিন্তু জীবনের স্রোত কোথায় যেন মহৎ হয়ে উঠেছে
অতিদূর ইন্দ্রধনুর খোঁজ পেয়েছে যেন কারা
কাদের জঙ্গম কলরবের ভিতর থেকে (নতুন) নীল আকাশের জন্ম হয়েছে যেন
(জন্ম হয়েছে অনেক জাফরান সমুদ্রের)
এই বৈশাখের দুপুরে কারা যেন বড়-বড় সাদা মেঘ সৃষ্টি করেছে
বিরাট স্বপ্নকাকাতুয়ার মতো বড়-বড় সাদা মেঘ
কোন নীল কামনার প্রাসাদের দিকে উড়ে চলেছে-

(সোনালি চিলের ডানায় দিয়েছে ধানসিড়ির ঢেউয়ের আনন্দ
আমার হৃদয়কে করেছে বৃহৎ গল্পের পাণ্ডুলিপির মতো
ঐ কৃষ্ণচূড়ার সবুজ রোমশ উচ্ছ্বাসকে
নীল আকাশে-আকাশে পাখির মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে)

কৃষ্ণচূড়ার ডালে উচ্ছ্বসিত শালিখের ভিড়-
শালিখের ভিড়?
তারাও গেল উড়ে
আমার হৃদয়ের আধােঘুমের ইন্দ্রধনু
অগাধ ঘুমের নিস্তব্ধতায় অন্ধকার হয়ে গেল আবার।