কোথায় গিয়েছে আজ

কোথায় গিয়েছে আজ সেই সব পাখি- আর সেই সব ঘোড়া-
সেই সাদা প্রাসাদের নারী?
বাবলা-ফুলের গন্ধে- সোনালি রোদের রঙে মোড়া
সেই সব পাখি আর সেই সব ঘোড়া
চ’লে গেছে আমাদের এ-পৃথিবী ছেড়ে;

হৃদয়, কোথায় বন- কোথায় গিয়েছে আজ সব
অন্ধকার: মৃত নাসপাতিটির মতন নীরব।