কোথায় পেয়েছ তুমি

কোথায় পেয়েছ তুমি হৃদয়ের স্থির আলো পৃথিবীর কবি!
নক্ষত্র ধরেছে হাত ধীর হয়ে আকাশের নক্ষত্রের সাথে
যেই শান্তি শৃঙ্খলার গান গেয়ে কোনও এক তুষারের রাতে,-
যখন নিয়তি-ব্যথা অন্ধকার পৃথিবীতে উঠেছে বিক্ষোভি;
ঘুমায়ে পড়েছে প্রেম ক্লেশ পেয়ে মৃত্যুর শীতল চুমা লভি;-
তখন তাদের মতো জেগে আছ হাত রেখে নক্ষত্রের হাতে!
সময় ফুরায়ে যায়,- আকাশের ছন্দ তবু পারে কি ফুরাতে!-
শুদ্ধ পুরোহিতদের মতো ওই নক্ষত্রেরা যায় যারে স্তবি

পরিচ্ছন্ন আকাশের পারে এসে! পৃথিবীর অন্ধকারে ঢেকে
আকাশের নক্ষত্রের তলে এসে হৃদয়ের অবসর নিয়ে
পূজা করে যারে মধ্য সিন্ধু তার পবিত্র জলের অভিষেকে!
পৃথিবীর মানুষের ভগ্ন ভাষা হে কবি, তোমার আলো দিয়ে
গহ্বরের নগ্নতারে পূর্ণ ক’রে নিয়ে তার প্রার্থনা কি শেখে
পৃথিবীর ক্লান্ত মানুষের দল, হে কবি, তোমার কাছে গিয়ে!