কোথায় সে ডুবে গেছে

কোথায় সে ডুবে গেছে পৃথিবীর নিচে
অথবা সে মিশে আছে ভামরাইলির বড়ো আকাশের নীলে
লঘু এক বাতাসের আবেদনে যে-সততা আছে
তুমিও তো সে-রকম ছিলে
ব্রহ্মাণ্ডের ছায়া পড়ে মৃদুতম প্রতিভায়- জেনে
তাকে আমি হেমন্তের বাতাসের তিসি-ধানে-তিলে
হয়তো-বা পেয়েছি কোথায়, মিশে যায়
যখন সন্ধ্যার রোদ ইশারা সমাপ্ত হলে নিঃস্বার্থতায়।