কতিপয় লোক এসে

কতিপয় লোক এসে ব’লে যাবে-
এখানে মারাঠা ডিচ হয়তো-বা ছিল এক-দিন
ওখানে মারাঠা ডিচ হয়তো-বা আছে আজও
এ-পারে ও-পারে তার আধো-অন্ধকারে
ধ্বনি শোনা যায়
মনে হয় মাছিদের গুঞ্জরণ যেন
কৃষ্ণ-চতুর্দশী রাতে
যখন মশাল এসে দাঁড়ায়েছে
সহসা নিক্ষেপ ক’রে তাহাদের মধুচাকে
নরকের নির্জন উষ্ণতা
আধো-বিলাসের ঘুম যখন প্রথম ভাঙে
তবুও ভাঙে না আর
সহসা লালিত হয়ে আগুনের গোলাপি শয্যায়
কিংবা অন্ধ চোখ মেলে উড়ে গিয়ে শোনে
এসেছে রাত্রির শেষে বিরাট সিন্ধুর মতো ঘুরে
কত-না ভোরের গোল, প্রবল সূর্যের অন্ধকার।