কয়েকটি ভোর

জীবনের অনেক দিন শেষ হ’য়ে গেলে পরে আজ
মৃত্যু আর মনু আর মন্বন্তরের থেকে ভয়
উবে যেতে চেয়েছিল, যতদূর চোখ যায় রৌদ্রের ভিতরে
মানুষের শরীরেরও চেয়ে তার প্রধান হৃদয়

এ-রকম ভোরের সমস্ত আকাশ চেয়ে ছিল
দিন আসে- দিন শেষ হ’লে পৃথিবীতে
রাত আসে ভোরের প্রতিভা মনে রেখে- ভোরবেলা
আমাদের স্বভাব সহজ ক’রে দিতে।