লাল মানুষের মতো

লাল মানুষের মতো সমুদ্রের শঙ্খ আর ঝিনুক কুড়ায়ে
রব আমি ঐ সমুদ্রের পাশে তাহাদের অবকাশ ল’য়ে;
সেই সব মানুষের ভিড়ে গিয়ে তাহাদের মতো আমি হয়ে
শরীর ভাসায়ে দেব তাহাদের মতো আমি সাগরের গায়ে!
সিন্ধুর ঢেউয়ের মতো ছুটে গিয়ে ল’ব আমি হৃদয়ে জড়ায়ে
সমুদ্রের সাদা ফেনা;- আমি সেই সাগরের পাড়ে যাব র’য়ে
সব ভুলে;- আমি এই এখানের পৃথিবীর বুক থেকে ক্ষ’য়ে
ঢেউয়ের মতন গিয়ে লুটায়ে পড়িব সেই পৃথিবীর পায়ে!

সেখানে অনেক আলো জেগে ওঠে পরিচ্ছন্ন ভোরের আকাশে,
হাতের শাঁখের মতো তাহাদের সেইখানে সিন্ধু গায় গান!
তারার আলোয় ভেসে সেইখানে পরিষ্কার রাত্রি চ’লে আসে,
নক্ষত্র সিন্ধুর মতো সেইখানে জেগে আছে মানুষের প্রাণ!
সাদা ফেনা শঙ্খ ল’য়ে ভুলে আছে,- হৃদয়ের সান্ত্বনা আশ্বাসে
ব’সে আছে,- বেঁচে আছে পরিচ্ছন্ন আকাশের রাত্রির সমান!